আপনাদের ভালোবাসা ও দোয়ায় আস্থা তিনটি বছর সফলতার সাথে অতিক্রম করেছে। আস্থার তৃতীয় বর্ষপূর্তি উপলক্ষে ১২ আগস্ট ২০২২ তারিখে দিনব্যাপী Family Get-together এর আয়োজন করা হয়েছিল।
আনন্দ উদযাপনের জমকালো এই আয়োজনে ছিল মনোরম পরিবেশে ঘুরে বেড়ানো, মজার খাওয়া দাওয়া এবং আস্থা পরিবারের সবাই মিলে মজার অনেক খেলা। আমরা গিয়েছিলাম আমিন মোহাম্মদ সিটি (মাওয়া), পদ্মা সেতু ও ভাঙ্গা এক্সপ্রেসওয়ে তে।
আমাদের প্রিয় মোরশেদ ভাই আস্থা কে নিয়ে লিখেছেন মজার কিছু ছন্দ। তার মধ্যে একটি হল-
আস্থাকে নিয়ে কিছু কথা
একটি পরিবারের মধ্যে ‘বন্ধন’ মূল ভিত্তি,
আর সে বিশ্বাসের দৃঢ়তা নিয়ে “আস্থা-পরিবার” এর সৃষ্টি…
অবিশ্বাস- কপটতাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে,
ভ্রাতৃত্ব-বোধ. অন্তরঙ্গতাকে ভিত্তি-প্রস্তর বানিয়ে…
‘আস্থা পরিবার’ আজ করেছে চতুর্থ বছরে পদার্পণ,
সাফল্য আর ধারাবাহিকতাকে করেছে সৃষ্টিকর্মে অর্জন…
সুখ-বিসর্জিত, নিদ্রা-বিবর্জিত কিছু বাহকের অক্লান্ত ধমনী,
আনসারী-মাহমুদ নামক ধারকের বিনিদ্র রজনী…
কিছূ অস্পৃশ্য-স্মারকের নিরলস সময়, কষ্ট-প্রহর!!
এভাবেই আস্থা পাড়ি দিল সুসময়ের তিনটি বছর…
💙আস্থা 💙
বিশ্বাস অর্জন এর প্রতিধ্বনি,
দূরত্ব বিসর্জন মতাদর্শের শানিত বাণী..
হৃদয়ে মানবতা ধারণ করে,
স্বার্থপরতা বারণ করে…
আলহামদুলিল্লাহ আমরা……
রেখেছি যতনে কিছু মানুষের বিশ্বাসের বহর,
সাজিয়েছি তাদের স্বপ্ন নিয়ে স্বর্ণপাতার শহর
উড়িয়েছি বিজয়-কেতন অদম্য-গতিতে,
মেলেছি ডানা অবচেতন সুখ