স্বপ্ন গূলো আস্থাকে নিয়ে..💓
বিষয়টা একান্ত ব্যক্তিগত, তবে আমার অনুভূতি প্রকাশ করার জন্য আমি এই প্লাটফর্মটাকে বেছে নিচ্ছি।
আস্থা গ্লোবাল লিমিটেডের সাথে আজকে প্রায় একবছর চলা। সময়টা যে কিভাবে চলে গেল বুঝতে পারলাম না। চলার পথ মসৃণ ছিল না, তবে আল্লাহর রহমতে ভাইয়াদের আন্তরিকতার কারণে চলার পথটা সহজ হয়ে গিয়েছিল।
প্রথমেই বলি, প্রথম থেকে আসার পরে কিছু একটা বিষয় মনে হচ্ছিল।
কেন সবাই এত আন্তরিক??
কি ওদের স্বার্থ???
পরে বুঝলাম বড় হতে গেলে অনেক ছোট থেকেই শুরু করতে হয় এবং অমায়িক নিঃস্বার্থ হতে হয়। আস্থার পথ চলা আজ প্রায় তিন বছরের বেশি হলো। ইনশাআল্লাহ সন্তুষ্টচিত্তে বলতে পারি তাদের এই পথ চলা, একাগ্রতা এবং আত্মনির্ভরশীলতা আরো অনেকদূর যাবে।
আর আপনাদের জন্য বলছি আপনারা যদি আস্থার সাথে স্বপ্ন মিলিয়ে ফেলতে পারেন, তাহলে আপনারা ও নিশ্চিন্ত চিত্তে অনেকটা পথ এগিয়ে যাবেন। তাই নির্ভার হয়ে বলছি আলহামদুলিল্লাহ।
কিছু কথা–যা অন্তরের গহীনে জমে থাকা…
নয়টি নক্ষত্র আকাশে হয়তো বা কম মনে হয়,
কিন্তু একত্রে থাকলে দিগন্ত আলোকিত হয়…
নয়টি মস্তিষ্কের বুদ্ধিদীপ্ত ও সুদুরপ্রসারী সাধনা,
এভাবেই জন্ম নিল আস্থা!!
পূরণ করতে সাধারণ মানুষের সুপ্ত কিছু বাসনা…
আবাসন শিল্পে যখন-সাধারন মানুষের দুঃস্বপ্ন,
তখনই এল আস্থা-জাগাতে নতুন স্বপ্ন!!!
কিছুটা স্বপ্ন গ্রীন
মডেলে, কিছুটা আফতাব নগরে,
গড়ে তুলেছে মধ্যবিত্তের আবাসন-প্রিয় ঢাকা শহরে…
বন্ধন কিংবা প্যানারোমা এরই মধ্যে করেছে আলোড়ন,
নতুন করে সুনিবিড়-মনের মধ্যে তুলেছে শিহরণ…
রোজিয়াম যখন আপনাকে দিচ্ছে
সাধ্যের মধ্যে বাড়ি,
আস্থার সাথে যুক্ত হতে
লাগে না টাকা কাড়ি কাড়ি…
ইচ্ছে যদি হয় আপনাদের,
খোলা বারান্দায় ভিজতে বৃষ্টিতে…
নিতে পারেন রোদেলা,
মেতে উঠতে পারেন নব সৃষ্টিতে!!!
নিজেদের মধ্যে একতা-এটাই আমাদের অগ্রগণ্য,,
তাইতো আস্থা এর জন্য-করি না সময়ের কার্পণ্য….
আস্থা মানে বিশ্বাস-প্রতিটি পরশে নিঃশ্বাস,
আত্মার সাথে সম্পর্কে-বাঁধভাঙ্গা উচ্ছ্বাস!!!
পরিশেষে কিছু কথা-না বললেই নয়,,
বিশ্বাস করতে পারেন আস্থা গ্লোবাল লিমিটেড কে—
জয় করতে পারবেন ভয় !!
অবশ্যই মনে রাখবেন আপনারা…
আস্থা সব সময় মানুষের সাথে-
বন্ধন করে স্বার্থ ছাড়া!!!
তাই,আস্থাকে আপন করে-জীবন করুন রঙিন,
সাফল্য মণ্ডিত হবে আপনার-আগামি দিন।
মুলত,কাব্য এর আলোড়নে কিছু বিষয় বুঝাতে চেয়েছি।
সংক্ষেপে বললে,
আমাদের আস্থার সাথে জড়িত থেকে এর সম্পর্কে ধারনা নিন এবং নিজেকে যুক্ত করুন। ইনশাল্লাহ নিরাশ হবেন না।
জাজাকাল্লাহ খাইরান।
মোঃ মামুন মোরশেদ