আস্থা গ্লোবাল নিয়ে কিছু স্মৃতি-কথা
এখনো মনে পড়ে সেই দিনটার কথা।
আমি এতটা ভ্রমণপিপাসু না হলেও খুব নিকটের বন্ধুর কারনে কুয়াকাটা ট্যুর এ আসা। এটাই আস্থার সাথে আমার প্রথম ট্যুর।
সেই কুয়াকাটা ট্যুরটা অন্তরের গহীনে এই কারণে-সেটা ছিল আমার প্রিয় আস্থা গ্লোবাল লিমিটেড এর সাথে যুক্ত হওয়ার প্রথম প্রয়াস। তখনো জানতাম না আস্থা এর সব ভাইদের সাথে সামনের পথ চলাটা হবে। এত কম সময় সম্পর্কটা এত আন্তরিক হবে সেটা কখনোই কুয়াকাটার সেই সাগরতীরে প্রথম রাত্রিতে বুঝে উঠতে পারিনি।
সাগরতীরে সেই মাহেন্দ্রক্ষন এখনো মনে পড়ে।
সে রাত্রিটি কখনোই ভোলার নয়।
বারবিকিউ খেতে খেতে সেই হাসি ঠাট্টা, প্রিয় ভাইদের সাথে সাগর তীরে বসে কথা বলা এখনো মনকে আন্দোলিত করে তোলে। তখন চিনতাম শুধু আমার প্রিয় বন্ধু মাহমুদের বড় ভাই আনসারী ভাইয়াকে।
ভাইয়া খুব কাছের হলেও অন্যান্যদের আতিথেয়তায় খুব কাছের হয়ে যায় সেই অচেনা মুখগুলো। সেই ট্যুরের কিছু কিছু দৃশ্য এখনো চোখের সামনে ভাসে।
বিশেষ করে বিচের তীরে ফুটবল খেলায় জেতার মুহূর্তটা এখনো মনকে নাড়া দেয়।
তবে সবকিছুর ঊর্ধ্বে ছিল আমাদের ট্যুরে যাওয়ার লঞ্চ ভ্রমণ এবং আসার বাস ভ্রমণের সুখস্মৃতি।
একটা কথা না বললেই নয় যে-কাছের ভাইয়াদের মধ্যে দেখলাম অদ্ভুত একটা মিল- সবাই কোমল হৃদয়ের এবং বন্ধুবৎসল। আর এটাই তাদের সম্পর্কে আমাকে বেশি আবেগায়িত করে তোলে।
এখন শুধু আল্লাহর কাছে একটাই আশা- আস্থার সাথে যুক্ত সকল মুখচ্ছবি যেন জান্নাতুল ফেরদৌসের আয়নায় প্রতিচ্ছবি হিসেবে ভেসে উঠতে পারি। কাব্যের ভাষায় বলতে হয়-
আস্থা–তুমি দিয়েছো আমায় নরম আবেগি হৃদয়, তুমি করেছ আমায় নব উদ্দীপ্ত প্রেমময়,
তুমি সর্বদা গেঁথে রবে মোর অন্তরের মাঝে,
আনন্দের পরশ বুলাবে বিশ্বাসের ভাজে….. ❤️
তোমার টানে কষ্টের মাঝেও খুজে পেয়েছি নিজেকে,
তাইতো অন্তর ধ্বনিত হয় ও বলে-ভালবাসি তোমায় –আস্থাকে!!!
মামুন মোরশেদ