“এখনো মনে পড়ে সেই দিনটার কথা। আমি এতটা ভ্রমণপিপাসু না হলেও খুব নিকটের বন্ধুর কারনে কুয়াকাটা ট্যুর এ আসা। সেই কুয়াকাটা ট্যুরটা অন্তরের গহীনে এই কারণে-সেটা ছিল আমার প্রিয় আস্থা গ্লোবাল লিমিটেড এর সাথে যুক্ত হওয়ার প্রথম প্রয়াস। তখনো জানতাম না আস্থা এর সব ভাইদের সাথে সামনের পথ চলাটা হবে। এত কম সময় সম্পর্কটা এত আন্তরিক হবে সেটা কখনোই কুয়াকাটার সেই সাগরতীরে প্রথম রাত্রিতে বুঝে উঠতে পারিনি। সাগরতীরে সেই মাহেন্দ্রক্ষন এখনো মনে পড়ে। সে রাত্রিটি কখনোই ভোলার নয়।!”